শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

কক্সবাজারে কারাতে টুর্নামেন্ট

নিউজ রুম / ৮০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

জিয়া :
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে কারাতে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বের সকালে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে কারাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। পরে উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন,কারাতে কক্সবাজারের ঐতিহ্য এবং সুনালী সময়ে বর্ণিল ইতিহাসের অংশ। প্রযুক্তির এই যুগে ছেলেমেয়েদের সব ধরনের বিপদগামীতা থেকে রক্ষা করতে আবারো কারাতে খেলাকে বেশি করে প্রচার করতে হবে এতে মাদক সন্ত্রাস সহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে মেয়েদের জন্য কারাতে খেলা রপ্ত করা বেশি গুরুত্বপূর্ন তাই ছেলেমেয়ে সবাই শরীর এমন মানসিক ভাবে ভাল রাখতে কারাতে খেলায় অংশ নিতে হবে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে কারাতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর কাউন্সিলার সিরাজুল হক,এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী,কারাতে ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক তুলু উশ শামস,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন,অধ্যক্ষ জসিম উদ্দিন,সদস্য রতন দাশ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারা দিন প্রায় ১২৬ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে কারাতে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা ৭ টায় পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। পুরু অনুষ্টান পরিচালনা করেন জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার উদয শংকর পাল মিঠু।


আরো বিভিন্ন বিভাগের খবর