বরিশাল অফিস :
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র ইসমাইল ইমন এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা বারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফের বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সাকুরা পরিবহন মালিক হুমায়ুন কবির ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিষয়টি সমঝোতার বিষয়ে কথা বললে কর্মসূচি স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল দশটায় বরিশাল বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুম সাকুরা পরিবহন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের প্রতিনিধি ও নিহত শিক্ষার্থীর অভিভাবকদের সমন্বয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাকুরা পরিবহনের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমনের মঙ্গলবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ইমন এ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
ববি শিক্ষার্থীদের সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সহপাঠী ইমনের মৃত্যুর প্রতিবাদে সাকুরা কর্তৃপক্ষের বিচার দাবীতে মানববন্ধন শুরু করে শিক্ষার্থরা। পরে তা বিক্ষোভে পরিণত হয়।
শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবী আদায়ের জন্য বিক্ষোভ করছিল। এগুলোর উল্লেখযোগ্য হচ্ছে- সাকুরা বাস কর্তৃপক্ষকে ক্ষতিপুরন প্রদান, চিকিসায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাকুরা বাসের রুটপারমিট বাতিল, সকল পরিবহন বাসকে অতিরিক্ত গতির জন্য জরিমানা প্রদানের ব্যবস্থা এবং স্পীড ব্যবস্থা কার্যকর করা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাকুরা পরিবহন কর্তৃপক্ষ বিষয় নিয়ে আজ বুধবার আলোচনার কথা বলেছিল। তবে আলোচনায় বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা ফের বিক্ষোভ মিছিল বের করে। পরে সাকুরা পরিবহন মালিক হুমায়ুন কবির বৃহস্পতিবার সকাল দশটায় শিক্ষক শিক্ষার্থী ও ইমনের অভিভাবকদের সমন্বয়ে বৈঠকের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
এব্যপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড: খোরশেদ আলম বলেন, সাকুরা পরিবহনের মালিক আমাদের এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। প্র বৃহস্পতিবার সকাল দশটায় তিনি বরিশালে আসবেন। এসে তিনি শিক্ষক শিক্ষার্থী ও ইমনের অভিভাবকদের সাথে বৈঠক করবেন। আশা করি বৈঠকে এর সুষ্ঠ সমাধান করা হবে।
প্রসঙ্গত, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিছিলেন। এসময় ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত হন ইমন। ইমন ওই বাসের যাত্রী ছিলেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মঙ্গলবার তার মৃত্যু ঘটে।