বিডি প্পরতিবেদক পঞ্চগড় :
পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ভূপেন্দ্রনাথ ওরফে পানিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে মোট ৭০ জনের মরদেহ উদ্ধার হলো। ভূপেনের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে আউলিয়ার ঘাটের কাছে বালি ও পাথর তুলছিলেন একদল শ্রমিক এ সময় জাকলা দিয়ে বালি সরানোর সময় ভেসে উঠে অর্ধগলিত একটি মরদেহ। পরে সেটি নদীর পাড়ে তোলে শ্রমিকরা। খবর দেয়া হয় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরাও। গায়ের পোশাক, মোবাইল ফোনসহ বিভিন্ন চিহ্ন দেখে ছেলের মরদেহ নিশ্চিত করে ভূপেনের বাবা মদন কুমার রায়সহ পরিবারের লোকজন। পরে প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট পাড় হয়ে বোদেশ^রী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভূপেন। সাথে ছিলো স্ত্রী রূপালী রানী ও তিন বছরের ছেলে দীপু। কিন্তু ভয়াবহ নৌকাডুবিতে শিশু দীপু বেঁচে ফিরলেও নিখোঁজ ছিলো ভূপেন ও রূপালী। পরদিন রূপালির মরদেহ উদ্ধার করা হয়। একে একে ৬৯ টি মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ভূপেনসহ তিনজনের মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার এক মাসেও খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তার প্রকৃতি দাহসহ ধর্মীয় রীতি পালন করে। অবশেষে ঘটনার ৪৫ দিনের মাথায় খুঁজে পাওয়া গেলো ভূপেনের মরদেহ। নৌকাডুবিতে এখনো বোদা উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়া এলাকার সুরেন্দ্রনাথ (৬৫) ও পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী (৪) নিখোঁজ রয়েছে