বিডি প্রতিবেদক জামালপুর :
জামালপুর শহরের ছোটগড় এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে বসতবাড়ি থেকে শতাধিক পরিবারকে উচ্ছেদের হুমকী দিয়েছে ভূমিদস্যুরা।
প্রভাবশালী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী ছোটগড় এলাকাবাসী।
জামালপুর পৌরসভা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জিয়াউল হক, হামিদ মিয়া ও ইতি বেগম।
এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী ভূমিদস্যুরা তাদের বসতবাড়ি ও ফসলি ভূমি নামমাত্র মূল্যে ক্রয় করতে না পেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। নতুন কোন বসতবাড়িও নির্মাণ করতে দিচ্ছে না।
পরে এলাকাবাসী পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। হাফিজ রায়হান জামালপুর।।