শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

আলোচিত খাইরুল আমিন হত্যা মামলা : ৫ আসামির জামিন বাতিল

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
মহেশখালী উপজেলার বহুল আলোচিত খাইরুল আমিন সিকদার হত্যার মামলায় পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে সাড়ে ৩২ বছরের বেশি সময়ের পর আগামী ২৪ নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত নং-১) আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এই আদেশ দিয়েছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, মহেশখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম,
তার দুই ভাই মৌলভী জহির উদ্দিন ও নাসির উদ্দিন এবং মহেশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম ও মো. ইব্রাহিম।
বিকালে প্রিজন ভ্যানে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের এপিপি অ্যাডভোকেট সুলতানুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৯০ সালের ৯ এপ্রিল বিকেল পাঁচটার দিকে মহেশখালীর গোরকঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে খুন হন তৎকালীন জেলা পরিষদ সদস্য খাইরুল আমিন সিকদার (২৮)। তিনি গোরকঘাটা এলাকার হামজা মিয়া সিকদারের ছেলে।
ওই দিন নিহত খাইরুল আমিনের বড় ভাই মাহমুদুল করিম সিকদার বাদী হয়ে মহেশখালী থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান নুর বক্স, পুটিবিলার বাসিন্দা ও মহেশখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম, শামশুল আলম, নাসির উদ্দিন ও হামিদুল হকসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনার তদন্ত করে এজাহারভুক্ত ২৫ জনসহ ২৬ জনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেন ওই বছরের ২২ নভেম্বর। ২০০৩ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সুলতানুল বলেন, মামলার যুক্তিতর্ক আদালতে উপস্থাপন হয়েছিল ২০২১ সালের ২৩ নভেম্বর। যুক্তিতর্ক শেষে চলতি ২০২২ সালের ২৬ মে আদালত রায় ঘোষণার তারিখ
নির্ধারণের জন্য বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিন ধার্য করেন। ধার্য দিনে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন মামলার ১৭ জন আসামি।
” এর মধ্যে মহেশখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম, তার আরও দুই ভাই মৌলভি জহির উদ্দিন ও নাসির উদ্দিনসহ পাঁচজন আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মামলার মোট আসামি ২৬ জনের মধ্যে মারা গেছেন ৭ জন আসামি। পলাতক রয়েছেন দুই জন। ”
আগামী ২৪ নভেম্বর মানলার রায় ঘোষণার জন্য আদালত তারিখ নির্ধারণ করে আদেশ দেন বলে জানান এপিপি সুলতানুল আলম।
মামলার বাদী মাহমুদুল করিম বলেন, আগামী ২৪ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে বলে তিনি আশাবাদী।


আরো বিভিন্ন বিভাগের খবর