জিয়াউল হক জিয়াঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির অধিনে চকরিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ১১জন বিশিষ্ট খুটাখালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।যার রেজিঃনং-বি-১৯৫১।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার মৎস্য কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হুমাইরা জান্নাত এর স্বাক্ষরিত কমিটির অনুমোদনের পূর্ণাঙ্গ রুপ লাভ করে।
অনুমোদিত খুটাখালী শাখার সভাপতি হলেন,সংরক্ষিত মহিলা ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা রাজিয়া সোলতানা,সহ-সভাপতি-ফরহাতুল ইসলাম,সাধারণ সম্পাদক-সামশু উদ্দিন,যুগ্ম-সাধারণ হুমায়ুন রশিদ,কোষাধ্যক্ষ-মহিব্বুল ছিদ্দিক,সাংগঠনিক সম্পাদক-মোঃ সাইফুদ্দিন,মৎস্য বিষয়ক সম্পাদক-মহি উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক-রোকসানা আক্তার,দপ্তর সম্পাদক-আমির হোছাইন,ক্রীড়া বিষয়ক সম্পাদক-সিরাজুল মোস্তাফা রিপন ও সদস্য-আবদুল হোসেন।
কমিটির কাজ (সংক্ষেপে),ইউনিয়নে প্রকৃত মৎস্যজীবীরা সরকারী ভাতাভোগী কিনা,নাকি বাদ পড়েছে।ভাতাভোগী জেলেরা সরকারী ভাতা ঠিকমত পায় কিনা।ভাতাভোগী জেলেরা মাছ ধরতে গিয়ে কোন র্দূঘটনায় শিকার হয়েছে কিনা।তা খতিয়ে দেখে যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট পেশ করা।