দেশীয় ঐতিহ্যর পিঠার সম্ভার

নিউজ রুম / ৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

আকরামুজ্জামান :দেশীয় ঐতিহ্যর পিঠার সম্ভার নিয়ে এবছর যশোর
আইডিয়া পার্কে শুরু হয়েছে তিনদিনের পিঠা পার্বণ উৎসব
দেশীয় ঐতিহ্যর পিঠার সম্ভার নিয়ে এবছর যশোর আইডিয়া পার্কে শুরু হয়েছে তিনদিনের পিঠা পার্বণ উৎসব। বৃহস্পতিবার বিকেলে শহরের খড়কী শাহ আব্দুল করিম রোডে একশোরও বেশি রকমের পিঠার সম্ভার উপস্থাপন করা হয়। ২০১৭ সাল থেকে কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত একঝাক তরুণ-তরণী বাংলাদেশেরে পিঠাশিল্প রক্ষায় এ মহতী কাজ করে আসছেন। নিজেদের টাকা দিয়ে সম্পূর্ন স্বেচ্ছাশ্রমে তারা েএ কাজগুলো করে চলেছেন। আইডিয়া পার্কের সার্বিক তত্ত্বাবধানে তারা পিঠা তৈরীর পাশাপাশি নানা সামাজিক কাজ করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর