শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

দিনাজপুরে নসামার সহজপুর দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ রুম / ২১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর দাখিল মাদ্রাসায় আয়া ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত এবং মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও স্বজনপ্রীতি প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ সকালে উপজেলার সহজপুর দাখিল মাদ্রাসার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবক সদস্য, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা স্থগিতের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিধি মোতাবেক চাকুরির আবেদন করে ২২ জন। এর মধ্যে কোন কারন ছাড়াই মাদ্রাসার সুপার ও সভাপতির যোগসাজশে ৬ জনের আবেদন বাতিল করে। এরপর ইউএনও ও মাধ্যমিক অফিসে অভিযোগ দেই। সেই অভিযোগের তদন্ত ও এর সুরাহা করার সুযোগ না দিয়েই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগের জন্য তড়িঘড়ি করে দিনাজপুর শহরের রাজবাটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র ও তারিখ নির্ধারন করে পরীক্ষার এক দিন আগে বাকি ১৬ জনের বাড়িতে প্রবেশপত্র পৌছে দেয়। এর মধ্যেও আবার অনেকে বাড়িতে নেই। মাদ্রাসা কমিটি নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠু ভাবে সমাপ্ত করতে না পারায় তাদের দায়িত্বের অবহেলা, স্বজনপ্রীতি ও ব্যার্থতার পরিচয় দিয়েছে । এজন্যই আজ ভুক্তভোগী ও এলাকাবাসীকে মানববন্ধন করতে হচ্ছে। 
মাদ্রাসা শিক্ষক হাতেম আলী বলেন, বাতিলকৃত আবেদনপত্রগুলি ত্রুটিপূর্ণ হলেও বাতিল করা সমুচীন হয়নি। ভাইভা বোর্ডেই সঠিক সিদ্ধান্তে উপনীত হতেন। তাই তদন্তের দাবি বাঞ্চনীয় ও যৌক্তিক।
মাদ্রাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মীর ইউসুফ আলী ফোন না ধরলেও সুপারিন্টেনডেন্ট এনামুল হক মুঠোফোনে জানান, মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরীক্ষা স্থগিত করতে বলায় তা আপাতত স্থগিত করলাম। আর আমি অসুস্থ থাকায় পরীক্ষা স্থগিতের বিষয়টি সকলকে জানাতে পারি নি। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পরই পরীক্ষার কার্যক্রম স্থগিতের জন্য বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এর সুরাহা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর