মোরশেদ আলম চাঁদপুর :চাঁদপুরের ফরিদগঞ্জ পাইকপাড়া ইউপি নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়।
জানা যায়, রোববার দুপুরে পাইকপাড়া ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয় উপজেলা রিটানিং কর্মকর্তা। পরে আ.লীগ প্রার্থী মোঃ হোসেন মিন্টু তার কর্মী সমর্থক নিয়ে ইউনিয়নের সাহাপুর এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির পাটওয়ারী ও রাজনের সমর্থকরা তাদের উপর হামলা করে। যদিও স্বতন্ত্র প্রার্থীদের দাবি নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা প্রথমে তাদের উপর হামলা চালায়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শহীদ হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।