শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

চকরিয়ায় বাউন্ডারি ওয়াল ভাংচুরের দায়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিউজ রুম / ২৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় চেয়ারম্যান কতৃক রাস্তা তৈরির অজুহাতে প্রতিপক্ষের বাউন্ডারি ওয়াল ভাংচুর ও গাছ কেটে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সহিদুল ইসলাম।
উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড রোসাইংগা পাড়া গ্রামের শামসুল আলমের পুত্র ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সহিদুল ইসলাম মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলা প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহিদুল ইসলাম বলেন, বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার চেষ্টা করায় বর্তমান চেয়ারম্যান মিরাজ আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন। তারই সুত্র ধরে ১৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে চলাচল সড়ক সম্প্রসারণের কথা বলে আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ভাংচুর করে এবং গাছ কেটে বিপুল পরিমাণ ক্ষতি সাধন করে। উক্ত ঘটনায় মঙ্গলবার বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান শহিদুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে তিনি চট্টগ্রাম শহরে অবস্থানরত অবস্থায় তার গ্রামের বাড়িতে রাস্তা করার নামে হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজের নেতৃত্বে ভুক্তভোগীর বাড়িস্থ বাউন্ডারি পাকা দেওয়াল ভেঙে গাছপালা কেটে ফেলে। তাৎক্ষণিক খবর পেয়ে ভুক্তভোগী সহিদুল ইসলাম চট্টগ্রাম শহর থেকে রওয়ানা দিয়ে সরকারি সেবা ৯৯৯ এ ফোন করেন। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অল্প কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
উক্ত ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
এবিষয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, হারবাং রোসাইংগা পাড়া সড়ক প্রসস্থ করার জন্য স্থানীয়দের নিয়ে ইতোপূর্বে ৫ বার বৈঠক করা হয়েছে। একটি বৈঠকেও শহীদ উপস্থিত হননি। এলাকাবাসীর সহযোগিতায় সড়কটি নির্মাণ কাজ সঠিক ভাবে করা গেলও শহীদের বাড়ির সামনে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়। পরে স্থানীয় মেম্বার, চৌকিদার ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সড়কের নামে খতিয়ান ভুক্ত জমি জবরদখল মুক্ত করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এখানে গাছপালা কাঁটার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, হারবাংয়ে বাড়ির বাউন্ডারি ওয়াল ভাংচুরের বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর