বিডি ক্রীড়া প্রতিবেদক :
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেছেন,যে কোন কাজে প্রতিস্টিত এবং সম্মান অর্জন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। ঠিক তেমনি খেলাধুলায় প্রশিক্ষণ নেওয়া বেশি জরুরী। কারন প্রতিনিয়ত ফুটবলের নিয়ম কানুম বদলাচ্ছে,আরো আধুনীক হচ্ছে তাছাড়া ফুটবল এখন একটি শিল্পতে পরিণত হয়েছে তাই এসব বিষয় রপ্ত করতে নিয়মিত প্রশিক্ষণ এবং সেখান থেকে শেখা জ্ঞান কাজে লাগাতে পারলে ফুটবলে সফলতা আসবে। তিনি বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত উদ্বোধনী অনুষ্টান সঞ্চালন করেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী,এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন,ডিএসএ যুগ্ন সম্পাদক ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, নির্বাহী সদস্য আলী রেজা তসলিম। কোচ খালেদ হোসাইন। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে ২১ জন বালক এবং ২০ জন বালিকা ফুটবলার অংশ নেবে।