জিয়াউল হক জিয়াঃ
ডুলাহাজারা ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ জামশেদ উদ্দিন (৪৭) আর নেই,ইন্নালিল্লাহি….রাজিউন।তার অকাল মৃত্যূতে কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ আর শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিরবিদায়ী-জামশেদ উদ্দিন (৪৭) চকরিয়ার ডুলাহাজারা ইউপির দক্ষিন মাইজপাড়া গ্রামের নজির আহমেদ’র দ্বিতীয় ছেলে।
মৃত্যূের বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী জানান,দীর্ঘ ৮মাস পূর্বে মালুমঘাট বাজারের আগে টার্নিংএ সড়ক র্দূঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন।পরে চিকিৎসা চলাকালীন সময়ে স্ট্রোক করেন।সেই থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।এমতাবস্থায় বুধবার রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে,আমাদের থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে যান।লোকটি কলেজের জন্য নিবেদীত প্রাণছিল।তাছাড়া তার স্বভাব,চরিত্র ইসলামি মাইন্ডের ছিল।তাই ডুলাহাজারা কলেজে কর্মরত শিক্ষক,কর্মচারী পক্ষ থেকে গভীর শোক প্রকাশ আর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো জানান,বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দিন পবিত্র আসরের নামাজ শেষে দক্ষিণ মাইজপাড়া জামে ও আরবিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে সামাজিক কবরস্হানে তাকে কবরস্হ করা হয়েছে।