চকরিয়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন

নিউজ রুম / ৪১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক ;’গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সার্বিক সহযোগীতায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র উদ্যোগে বিশ্ব শিশু দিবসটি উদযাপন করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের” মোহনা” মিলনায়তনে এক আলোচনা সভা, পূরস্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র চকরিয়া উপজেলা প্রকল্প ব্যবস্থাপক নাছিমা শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাছিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আইআরসি’র সিনিয়র ইন্টিগ্রেটেড প্রোটেকশন কো-অর্ডিনেটর স্যামুয়েল কোমাকেচ, চাইল প্রোটেকশন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর রওশন আরা, ইয়ুথ ডেভেলপমেন্ট ম্যানেজার আসমা-উল হুসনা, সিনিয়র অভিসার সাদ্দাম হোসেন ও চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আক্তার ইমতিয়াজ প্রমুখ।
দিবসটির আয়োজিত অনুষ্ঠানে উপজেলার চিরিংগা, মাইজ কাকারা, কৈয়ারবিল, পশ্চিম ভেওলা ও ঢেমুশিয়া-সহ পাঁচটি কিশোর কিশোরী সেন্টারের শিক্ষার্থীরা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং শিশু সুরক্ষা কমিটির সভাপতি এবং বিভিন্ন এনজিও সংস্থার লোকজন অংশ নেয়।
আয়োজিত সভাকে কেন্দ্র করে চিত্রাংক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে প্রথমস্থান বিজয়ী লাভে পুরস্কৃত হলেন, কাকারা সেন্টারের সাদিয়া ইসলাম, দ্বিতীয় স্থান চিরিংগা সেন্টারের কুলসুমা আক্তার ও তৃতীয় স্থান বিজয়ী চিরিংগা সেন্টারের জন্নাতুল বকেয়া।সর্বশেষ একটি নাটক ও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর