শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

সৈকতে ৬ দেশের তিন শতাধিক তরুণ-তরুণী: পাবলিক প্লেসে শতভাগ ধুমপানমুক্তের দাবী

নিউজ রুম / ৯০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

সুমন আহসান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে শতভাগ ধুমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন নিশ্চিত করার দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন করেছে দেশী-বিদেশী তিন শতাধিক তরুণ-তরুণী।
শনিবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশের ঐক্যমতের ভিত্তিতে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে বাংলার যুবারা।
যেখানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
কক্সবাজারে আয়োজিত ইয়ুথ সামিট-২০২২ উপলক্ষে দুইদিন ব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন একটি তারকা মানের হোটেলে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
আয়োজকরা জানান, প্রতি বছর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। আর ধুমপান না করেও প্রতি বছর ৩ কোটি ৮৪ লাখ শিশুসহ নারী-পুরুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির শিকার হয়। তাই প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা উচিৎ।
প্রসঙ্গত: সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) বাস্তবায়নে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশ যথাক্রমে-বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার তিন শতাধিক তরুন-তরুণী শিক্ষার্থী অংশ এতে গ্রহণ করেন। যেখানে বাংলাদেশ ছাড়া বাকি ৫ দেশের অন্তত: ৫০ জন শিক্ষার্থী রয়েছে।
এসময় ইফসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান,
ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর সিনিয়র পলিসি এডভাইজার আতাউর রহমান মাসুদ এবং উই ক্যান কক্সবাজার এর সভাপতি ওমর ফারুক জয়সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর