ক্রীড়া প্রতিবেদক :
২৫ নভেম্বর থেকে দীর্ঘ ৭ বছর পর কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের আয়োজক কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন। কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ কমিটির আহবায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য বিপ্লব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য তসলিম।
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া কক্সবাজার জেলা বঙ্গবন্ধু ফুটবল লীগে কক্সবাজার জেলার ১৮ টি ক্লাব ৩ গ্রুপে অংশ নিচ্ছে।
দুই মাস ব্যাপী বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মাহমুদুর রশিদ। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম,কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান,বাংলাদেশ ফুটবল ফেড়ারেশনের (বাপুফে) সদস্য বিজন বড়ুয়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।