শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

ফাইতং বায়তুলমাল জামে মসজিদে স্পিকার ও মেশিন দিলেন আব্দুল জলিল কোং

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

মোঃ শাহাদত আলী জিন্নাহঃ
লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফাদুর ছড়া বায়তুলমাল জামে মসজিদের মাইকের আহুজা ১টি মেশিন, ১টি স্পিকার, ২টি ইনওয়াটের ব্যবস্থা করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মানবিক ব্যক্তি জননেতা মোঃ আব্দুল জলিল কোম্পানি।
এই মানবিক ব্যক্তি আব্দুল জলিল কোম্পানি নিজ অর্থায়নে সবর্দা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে আর্থিক ও মানবিক সহযোগিতা করে আসছে। এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদরাসা, দ্রাতব্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন এতিমখানায় ভিন্ন ভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করে থাকেন তিনি।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়তুলমাল জামে মসজিদে এসব উপহার সামগ্রী মসজিদের পরিচালনা কমিটির হাতে প্রায় ১৯ হাজার টাকার উপহার সামগ্রী গুলো তুলে দেন।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ অলিউল্লাহ মৌলভী, মোঃ মাহাবুব আলম, মোঃ আব্দুল হালেক, মোঃ সিরাজ সওদাগর, আব্দুল করিম প্রকাশ বানডু, নুরুল ইসলাম, হাফেজ অহিদুল্লাহ, মোঃ তারেক সহ আরও অনেকেই।

এসময় আব্দুল জলিল কোম্পানি বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে শত শত মুসল্লীরা নামাজ আদায় করে। দীর্ঘদিন ধরে এই জামে মসজিদের মাইকের আহুজা মেশিন, স্পিকার, ২টি ইনওয়াট না থাকায় মাইকে আযান শুনা যেতো না। আমার নিজ তহবিল হতে এই মসজিদে মাইকে আযান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমার আয়ের একটা অংশ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখি। এছাড়াও হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ফাইতং ইউনিয়নে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ্। ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আবদু জলিল কোম্পানি ।
তিনি আরও বলেন, বায়তুলমাল জামে মসজিদটি একধম দুর্গম অসহায় এলাকায় পড়েছে। মসজিদে নামাজ পড়ুয়া মুসল্লীদের ওজু করার জন্য কোন পানির ব্যবস্থা না থাকায় অনেক কষ্ট করে দূর থেকে ওজু করে নামাজ আদায় করতে হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয় মুসল্লীদের। অত্র মসজিদটি নির্মাণ কাজের জন্য স্থানীয় বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর