সাইদুর রহমান পান্থ, বরিশাল :
বাংলাদেশ গ্রুপ থিয়েটারে ফেডারেশানের ৪২ বছর পূর্তি ও গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে সম্প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শব্দবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারে ফেডারেশানের অন্যতম সদস্য শুভংকর চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারে ফেডারেশানের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারে ফেডারেশানের সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, নাট্যজন কাজল ঘোষ, , মিজানুর রহমান, অপূর্ব রায় প্রমুখ।