বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির উদ্ধার করেছে থানা পুলিশ।পুলিশের ধারণা উদ্ধারকৃত নিহত ব্যক্তির বয়স প্রায় ৫০বছর হবে।
বুধবার (৭ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী ইউপির নতুন রাস্তার মাথা এলাকার পরিত্যক্ত এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুপুরে স্থানীয় লোকজন মহাসড়ক লাগোয়া একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে,খবরটি আমাকে জানান।আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে।
পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।এতে লাশে শরীরে আঘাতের কোন চিহ্ন পায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।তবে এখনো পরিচয় মিলেনি।সর্বশেষ পরিচয় না পেলে আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে।