জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির উদ্ধার করেছে থানা পুলিশ।উদ্ধার পরে সোস্যাল মিডিয়াতে সংবাদ প্রচার হয়।প্রচারের সূত্র ধরে নিহতের পরিচয় মিলেছে।
নিহত-ব্যক্তি আব্দুল কাদের (৫৫) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি পন্ডিত কাটা গ্রামের মৃত আলী মিঞার ছেলে।
নিহতের ছেলে আবু বক্কর (২৮) থানায় হাজির হয়ে লিখিত একটি দরখাস্ত দায়ের করেন।এতে তিনি উল্লেখ করেন-আমার পিতা গত ৪ ডিসেম্বর বাড়ী থেকে ফজরের নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।পরে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি।গত ৭ তারিখ হঠাৎ খবর পায়,চকরিয়ার বরইতলী পেট্রোল পাম্পের লাগোয়া পরিত্যত্ত পুকুরে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।সংবাদটি দেখে দ্রুত ঘটনাস্থলে এসে আমার পিতাকে শনাক্ত করি।আমার পিতার মৃত্যূের জন্য আমি কাউকে দায় করছিনা বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য,গত বুধবার (৭ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী ইউপির নতুন রাস্তার মাথা এলাকার পরিত্যক্ত এক পুকুর থেকে ভাসমান অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার বলেন,স্হানীয় লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে গত বুধবার উপজেলার বরইতলীর পরিত্যত্ত পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়।পরে খবরটি ছড়িয়ে পড়ায় নিহত ছেলে এসে তার পিতা হিসেবে শনাক্ত করেছেন।পরে নিহতের ছেলে থানায় অপমৃত্যুের একটি দরখাস্ত দিয়েছেন।ওসি স্যার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।ময়নাতদন্ত শেষে লাশটি নিহত পরিবার নিয়ে গেছেন বলে জানান।
Ziaul Hoque