শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগি হবে

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগি হবে, কখনও প্রতিবন্ধক হবে না। আমরা আশ্বস্ত করতে চাই, জেলা প্রশাসন সবসময় ন্যায়ের পক্ষে, সুশাসনের পক্ষে থাকবে।’
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘গুজব ও তথ্য বিকৃতির বিরুদ্ধে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারেন। তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই করে তথ্য প্রকাশ করা জরুরী। তথ্য যদি সত্য হয় এবং তা যদি জেলা প্রশাসনের বিরুদ্ধেও যায় তা অবশ্যই প্রকাশ করবেন। আপনার কলমই হচ্ছে সত্যের পক্ষে লেখার জন্য।’
জেলা প্রশাসক বলেন, ‘আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি। আমরা ভিশন ২০৪১ এর স্বপ্ন দেখছি। দেশের উত্তরণের সাথে সাথে কক্সবাজারেও উত্তরণ ঘটবে। এখানে প্রচুর শিল্পায়ন হবে, প্রচুর কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আমাদের মাথাপিছু আয়ে বড় অবদান রাখবে কক্সবাজার কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা থেকেই। এর জন্য যেমন সুশাসন দরকার। তেমন মানব সম্পদেরও উন্নয়ন দরকার।’
সন্ধ্যায় প্রেসক্লাবে এলে নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্কটা হবে পেশাগত। মূল ধারার সাংবাদিকরা কখনও অন্যায় আবদার নিয়ে জেলা প্রশাসনের কাছে যাবে না।’
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক আয়াছুর রহমান, এএসএম আমিনুল ইসলাম, মোহাম্মদ হোছাইন, দ্য ডেইলি স্টার এর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত ও দৈনিক প্রথম আলোর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা।

এসময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর