শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

চকরিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

নিউজ রুম / ৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক বরণ ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামান এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।
নবাগত জেলা প্রশাসক চকরিয়া উপজেলায় শুভাগমনে অভিনন্দন জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও নানা সমস্যা সম্ভাবান কথা উপস্থাপন করে বক্তব্য রাখেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু , মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী , সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, ওসি চন্দন কুমার চক্রবর্তী, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আজিমুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ। এ মতবিনিময় সভায় চকরিয়া উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ উপস্থিত ছিলেন।
চকরিয়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, বাংলাদেশ সরকারের বড় বড় মেগা প্রকল্প গুলো কক্সবাজারে চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের প্রতিটি মানুষের দৃষ্টি এ জেলার দিকে। উন্নয়ন সমৃদ্ধ এ জেলাকে আধুনিক মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে সকলকে নিরলস ভাবে কাজ করার আহবান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর