জিয়াউল হক জিয়াঃ
শুরু হলো ২০২৩ সাল।নতুন বছরের প্রথম দিনে কক্সবাজারের চকরিয়ায় ৪৫জন পক্ষাঘাতগ্রষ্হ নারী-পুরুষকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ২৬ লক্ষ ২০হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন-আলহাজ্ব জাফর আলম এমপি।
রবিবার (০১ জানুয়ারি ২০২৩ইং) পবিত্র মাগরিবের নামাজের পরে এমপি জাফর আলমের বাসভবনে চেক গুলো হস্তান্তর করা হয়।
চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(এমপি)এর সহকারী নুরুল আমিন চৌধুরী বলেন-এমপি মহোদয়ের নির্বাচনী আসন চকরিয়া-পেকুয়া এলাকার অসহায় অসুস্হ নারী-পুরুষরা এমপি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।উক্ত আবেদনগুলো এমপির প্রচেষ্টায় দীর্ঘপরে পাস হয়ে আসায় আজ চেকগুলো হস্তান্তর করতে পেরেছি।এমপি জাফর আলম নির্বাচিত হওয়ার পর থেকে এভাবে প্রাণপণ চেষ্টা চালিয়ে এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।তারইবাহিকতায় বছরের প্রথম দিনেই ৪৫জন রোগীকে ২৬লক্ষ ২০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য পাওয়া নারী-পুরুষ রোগীদের সাথে কথা বলে জানা গেছে,নিজেদের অসুস্হ অবস্হায় এলাকার কোন হৃদয়বান ব্যক্তি আমাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে এগিয়ে আসেনি।এমতাবস্থায় গরীবের এমপি আলহাজ্ব জাফর আলমের মানবিকতা আর প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্যে আমরা পেয়েছি।তাই আল্লাহর দরবারে শোকরিয়া জানাই আর এমপি ও প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি সাথে সহযোগিতাকারী এমপির সহকারী আমিন চৌধুরীর জন্যও দোয়া রহিল বলে খুশির উচ্ছ্বাস প্রকাশ করেছেন।