জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় চার হাজার পিস ইয়াবা নিয়ে একটি গাড়ী সহ আবুল হাশেম (২২) নামের গাড়ীর চালককে আটক করেন থানা পুলিশ।
সোমবার (০২ জানুয়ারী ২০২৩) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ রিংভং চেক গেটের সামনে থেকে এই পাচারকারীকে আটক করা হয়।
সন্দেহজনক গাড়ীটি তল্লাশি করে এসব উদ্ধার করেন- চকরিয়া থানার এসআই মোঃ আল ফুরকান সহ তার সঙ্গীয় ফোর্স।
আটক-ইয়াবা পাচারকারী আবুল হাশেম (২২) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাকিম পাড়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
এবিষয়ে এসআই মোঃ আল ফুরকান বলেন-আমি পেট্রোল ডিউটি বের হয়ে উপজেলার দক্ষিণ সীমান্ত খুুটাখালী যাওয়ার পথে ডুলাহাজারা ইউপিস্হ বনবিভাগের রিংভং চেক গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে একটু সময় কাটায়।এমতাবস্থায় দূর থেকে গাড়ীটির গতিবিধি দেখে সন্দেহজনক ভাবে পিকআপ গাড়ীটি দাঁড় করায়(গাড়ী নং-চট্র মেট্রো ন-১১-৮৭৭৮) তল্লাশি করে।তল্লাশি গাড়ীর গোপন স্হানে চার হাজার পিস পাওয়া যায়।পরে সেই গাড়ী আর চালককে আটক করে থানায় নিয়ে যায়।এরপর পাচারকারী থেকে নাম্বার নিয়ে তার এলাকার বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জেনেছি-আটক আবুল হাশেমকে তার নিজ এলাকাতে ডাক নাম হিসেবে কেউ আমিন আর কেউ গুরা মিয়া বলে ডাকেন।একইদিন দুপুরে ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু মাধ্যমে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।