শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

বার্মাইয়া চোরাই গরু ও মহিষের নিরাপদ স্হান এখন চকরিয়া

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম,নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করা চোরাই গরু,মহিষ বিকিকিনির নিরাপদ স্হান এখন চকরিয়ার বিভিন্ন জনপদের হাট-বাজার।চোরাচালানি এসব ব্যবসায় জড়িত হয়েছেন সরকার দলীয় রাজনৈতিক নেতা-কর্মী,উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার।তাদের সাথে জড়িয়ে গেছেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও এমন অভিযোগ খামারি মালিক ও দেশীয় পশু লালন-পালনকারীরা।
সরেজমিনে গেলে দেখা যায়,বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ঢোকা চোরাচালানি গরু ও মহিষগুলো বিভিন্ন সড়ক দিয়েই চজরিয়াতে এসে জমাট করে।যেমন আলীকদম থেকে লামা মহাসড়ক দিয়ে ছোট-বড় মালবাহী ট্রাক দিয়ে আসে।আসার পথে গাড়ীগুলো আলীকদম পার হয়ে লামার বিভিন্ন সড়ক-উপসড়ক হয়ে চকরিয়া সুরাজপুর,ডুলাহাজারা রংমহল,লামার ফাঁসিয়াখালীর হায়দারনাশী এলাকা ও চকরিয়ার ফাঁসিয়াখালী ঝনঝনি ব্রীজ সংলগ্ন মহাসড়কের পশ্চিমপাশে সবচেয়ে বড় হাট-বাজার বসেছে।যেখান থেকে গরু ও মহিষের বিকিকিনির রমরমা হাট।তাছাড়া চকরিয়ার ফাঁসিয়াখালীর ঝনঝনি ব্রীজের পাশের হাটটিতে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক ভরে হাজারো গরু,মহিষ দেশের বিভিন্ন স্হানে পাচার করে চলছে।গরু,মহিষ জমাট রাখা গেটের সামনে ঝুলানো হয়েছে”দৈনিক গরু,মহিষ বিক্রির হাট।যে কারণে সরকার হারাচ্ছে রাজস্ব।বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে করা গরুর খামারি সহ বসত ঘরে লালন-পালন করা মালিকেরা চোরাচালানি গরু,মহিষ আনায় চরম বিপাকে পড়েছে।এছাড়াও চোরাচালানি গরু,মহিষ আসার ফলে চকরিয়া-পেকুয়া,লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেড়েছে চুরি।চুরি উপদ্রব বন্ধ করতে পারছেনা স্হানীয় ও উপজেলা,পুলিশ প্রশাসন।চোরাচালানি হাট-বাজার বসার কারণেই চুরি হওয়া গরু,মহিষের খদিজও মিলছে না বলে দাবী স্হানীয় গরু,মহিষ লালন-পালনকারী মালিকদের।
নাম প্রকাশে অইচ্ছুক কয়েকজন খামারিরা জানান,আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে করা গরু বাজারে বিক্রি হচ্ছে না।যে ধরে কেনা চাই,এই ধরে বিক্রি করলে,ঋণ শোধ দূরের কথা।খরচের ৫০ভাগ টাকাও আসছেনা।কেননা এখন বাজারে খোরা,ভূষি,খড়ের আকাশ চুব্বি দাম।

গত ২০২২ সালের ২৯ডিসেম্বর সকালে ইয়াংছা,শান্তিবাজার,সুরাজপুর সড়ক থেকে সকাল সাড়ে ৯টার দিকে ৫ট্রাক অর্থ্যাৎ ২৫টি গরু জব্দ সহ ট্রাক আর ৫জন চালককে আটক করে বিজিবি।
এবিষয়ে চকরিয়া থানার তদন্ত ওসি আব্দুল জব্বার বলেন,বিজিবি’র একটি আভিযানিক দল ২৫টি গরু সহ ট্রাক আর ৫জন চালককে আটক করেছে।এব্যাপার বিজিবি’র এক কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সুরাজপুর-মানিকপুর ইউপির চেয়ারম্যান নুরুল আজিম বলেন-লামার ইয়াংছা টু সুরাজপুর হয়ে চকরিয়া উঠা সংযোগ সড়ক থেকে বিজিবি গত ২৯ডিসেম্বর গরু সহ ট্রাক ও চালক আটক করেছিল।এখবর ব্যতিত আর কোথায় থেকে গরু,মহিষ আসছে,এবিষয়ে আমি কিছুই জানিনা।

লামার ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোছাইন চৌধুরী বলেন,আলীকদম সীমান্ত পার করে জঙ্গল বেয়ে আমার নির্বাচনী ইউনিয়নের বিভিন্ন চোরাই পথ দিয়ে বার্মাইয়া চোরাচালানি গরু,মহিষ আসছে শুনেছি।এসব বন্ধের জন্য আমি লামার প্রশাসনকে অবগত করি।তবু চোরাচালানি গরু,মহিষ আনাটা অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর