বিডি প্রতিবেদক পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে এম শহিদুল্লাহ সভাপতিত্বে আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,পেকুয়া-চকরিয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহসভাপতি রেজাউল করিম, যুগ্ন-সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবু রহমান, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরু উদ্দিন, সদস্য জিয়া উদ্দিন।