জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ১৭ শত পিস ইয়াবা সহ মোঃ ইদ্রিস মিয়া(৪৫)নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেন থানা পুলিশ।
সোমবার(৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০মিনিটের শ্যামলী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটক-পাচারকারী মোঃইদ্রিস মিয়া(৪৫) উখিয়াস্হ বালুখালীর ৮নং রোহিঙ্গা ক্যাম্পের
১৮নং ব্লকের হেড মাঝি শফি উল্লাহ ব্লক মাঝি মোহাম্মদের ক্যাম্পের মৃত আরী জোহার ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান,সোমবার দুপুর ১২টার দিকে রিংভং ঢালারমূখ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামগামী শ্যামলী বাস তল্লাশী করা হয়।এসময় ইদ্রিস মিয়া নামের এক রোহিঙ্গা মাটি কাটার কোদালে হাতলের ভিতরে ঢুকিয়ে অভিনব কায়দায় নিয়ে যাওয়া ১৭৫০পিস ইয়াবা পাওয়া গেছে।তাই তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।