বিডি প্রতিবেদক পেকুয়া
দীর্ঘ সাড়ে ১৩ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষ অনুষ্ঠিত হয় কাউন্সিল।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। দীর্ঘ সাড়ে ১৩ বছর পর আজ পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ গত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও কাশেম সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া সহসভাপতি পদে সাইফুদ্দিন খালেদ, এ কে এম মহিউদ্দিন বাবর, ফরহাদ ইকবাল, নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক পদে মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে জুবাইদুল্লাহ লিটন, সদস্য পদে আবু হেনা মোস্তফা কামাল, ওয়াহিদুর রহমান ওয়ারেচি, এড. উম্মে কুলসুম মিনু নির্বাচিত হয়েছেন।