স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলাস্হ খুটাখালীতে জমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ সৃষ্টি হয়।এসময় দু’পক্ষের মধ্য কমবেশি নারী-পুরুষ মিলে ১০লোক আহত হয়েছে।এবিষয়ে দু’পক্ষের মধ্য থানায় পাল্টাপাল্টি মামলা রুজু করা হয়।
গত ২৬ জানুয়ারী বিকেল ৫টার দিকে খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেতালিয়াপাড়ায় মারামারি এঘটনা ঘটেছে।
প্রথম পক্ষে-রেনু আরা বেগম(৩৫) বাদী হয়ে গত ২৯ জানুয়ারী থানায় ৭জনকে আসামী করে মামলাটি রুজু করেছেন,যার মামলা নং-জিআর-৩৮/২০২৩ইং।
মামলার বাদী রেনু আরা ওই গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
প্রথম পক্ষে আহত হলেন-মামলার বাদী রেনু আরা বেগম(৩৫),রমজান আলী(৫০),আরমান উদ্দিন(১৮),নুরুল ইসলাম(২৩) ও কালাচাঁন(৬৫)।তৎমধ্য রমজান আলীর চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরমান উদ্দিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন জানান বাদী।বাকী আহতরা একদিন করে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।
দ্বিতীয় পক্ষে-জালাল আহমদ (৪৫) বাদী হয়ে ২৯ জানুয়ারী থানায় ৯জনকে আসামী করে মামলা রুজু করেছেন,যার মামলা নং-জিআর-৪১/২০২৩
বাদী জালাল আহমদ(৪৫)একই এলাকার ইমাম খাইরের ছেলে।
দ্বিতীয় পক্ষে আহত হলেন-বশির আহমদ(৩৮),সাহেদ আব্দুল্লাহ (২০),সৈয়দা খাতুন(৪০),মর্জিনা আকতার(২৮) ও সালমা বেগম(৫০)।তৎমধ্য বশির আহমদ ও সালমা বেগম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে জানান বাদী।বাকী আহতরা একদিন করে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।
এদিকে মামলার বাদী রেনু আরা বেগম জানান,নালিশী জমি আমার শাশুড়ের নামে দলিল আর খতিয়ান লিপি আছে।যা পূর্বে থেকে অদ্যবধি সময় ধরে আমাদের দখলে আছেন।এছাড়া এতে সেই থেকে বসতঘর রয়েছেন।হঠাৎ তারা এখান থেকে জমি পাবে বলে ঘেরাভেড়া ভাংচুর করতে চাইলে,এসময় আমরা বাধাঁ দিলে তারা পূর্ব পরিকল্পিতভাবে স্বশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে এলোপাথাড়ি মারধর করে আহত করেছেন।তাই আমি মামলাটি রুজু করেছি।
অপরদিকে আরেক মামলার বাদী জালাল আহমদ জানান,নালিশী জমিতে আমার পিতা,চাচার অংশ রয়েছে।যা কাগজেপত্রে নিয়ে বসে যাচাই করতে চাইলে তারা রাজি হয়না।পরে স্হানীয় ওয়ার্ড মেম্বারকে বিচার দায়ের করেন তারা।কিন্তু বিচার দিও তারা বিচারে না আসায় মেম্বার আমাদেরকে লিখিত একখানা শালিসী রেয়োদাদ দেন।যা নিয়ে আমি আইনের শরণাপন্ন হওয়ার পূর্বে তারা নালিশী জমিতে বসতঘর তৈরীর প্রস্ততি নিলে আমরা বাঁধা দিই।এসময় তারা দলবদ্ধ হয়ে স্বশস্ত্র নিয়ে আমাদের ঝাপিয়ে পড়ে মারধর করেছে।যে কারণে আমি মামলা দায়ের করতে বাধ্য হয়েছি।
চকরিয়া থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফারুক বলেন,তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্য মারামারি হয়েছে।এতে দু’পক্ষেরই লোকজন গুরুত্বর আহত হয়।এবিষয়ে তারা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।তাই আমি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আইনগত ব্যবস্হা নিব।বাকী সমাধান বিজ্ঞ আদালতে হবে।