শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণিতে পড়ুয়া মাইমুন আক্তার লাকী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড আব্দুল মতলব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইমুন আক্তার লাকী ওই গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে ও সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে মাইমুন আক্তারের সাথে তার মা রেনুয়ারা বেগমের পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে নিজ শয়ন কক্ষে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মায়মুন। এ দিকে দুপুরে তার মা ভাত খাওয়ার জন্য মেয়েকে ডেকেও কোন সাড়া শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখেন ফ্যানের সাথে মেয়ে মাইমুন আক্তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে লটকে দেখতে পান। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ফাঁস থেকে নামিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীদের সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী । সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ##


আরো বিভিন্ন বিভাগের খবর