হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে রাখাইন ভাষা চর্চার শিক্ষা প্রতিষ্ঠান করার ঘোষনা মেয়র মুজিবের

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

সুমন আহসান :
হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে রাখাইন ভাষা চর্চার প্রতিষ্ঠান করার ঘোষনা দিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছে। এখন ধর্ম যার যার উৎসব সবার।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে অটুট রেখে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করার আহ্বান জানান নগর পিতা।
শনিবার দুপুরে কক্সবাজার শহরের টেকপাড়ায় রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৮তম দ্বি-বার্ষিক কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মং ছেন লা এর সভাপতিত্বে ও নিমরু রাখাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মংক্য রাখাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মংলাছিন রাখাইন, সহ-সভাপতি মৌরিপ্রু রাখাইন, উসাসৈন রাখাইন, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজে অং রাখাইনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন এবং উপদেষ্টা কমিটিকে দায়িত্ব দেয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর