বিডি প্রতিবেদক কুতুবদিয়া :
কুতুবদিয়ায় পুকুরে ডুবে রিফাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) আলী আকবর ডেইল শান্তিবাজারে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের মো: নেছারের শিশু পুত্র রিফাজ (২) বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: নাঈমা তাবাচ্ছুম (রনী) শিশুটি মৃত বলে জানান।