শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

মা ও অভিভাবক সমাবেশ

নিউজ রুম / ৭৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

আল জাবের :
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই প্রতিটি শিশুকে স্বশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
মডেল ইউনিয়নে রূপান্তরিত হওয়া কালারমারছড়ার প্রতিটি জনগণকে মডেল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক।

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ, শিক্ষক মাশুক উল্লাহ, শিক্ষিকা শামীমা আক্তার শামু,ওসমান সরওয়ার কামাল, ইমরান হোছাইন,অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক মেহেদী ও রায়হানা বেগম। সমাবেশে অর্ধশত মা সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর