বিডি প্রতিবেদক :
বর্তমানে সরকারের আন্তরিকতায় অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দুধ ডিম মাংস উৎপাদনে সফলতা অর্জন করেছে কক্সবাজারের চাষীরা। যদি চাষীরা খামার করা থেকে বিরত থাকে তাহলে দেশে খাদ্য সংকট হবে। তাই চাষীদের পেশায় ধরে রাখতে প্রণোদনা দেওয়া উচিত। একই সাথে সাধারণ মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাবার কিনতে পারে সে দিকে সবাইকে নজর রাখতে হবে। অবৈধ ভাবে বা মজুতদারী প্রথায় কোন কিছু করা যাবে না। কক্সবাজার প্রাণীসম্পদ দপ্তরের আওতায় প্রানীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভাও র্যালীতে বক্তারা এসব কথা বলেন। ২৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় কক্সবাজার প্রানীসম্পদ দপ্তরের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অসীম বরণ সেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাহাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন ভ্যাটেরিনারী সার্জন ডা: আবদুল কাদের, রামু উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: আজিজা আকতার ঝিনুক। জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি আবদুল হক এছাড়া পোলট্রি এসোসিয়েশন সহ বিভিন্ন খামারীর শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।