জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখার উদ্যোগে চাকরির রদবদল নিয়ম অনুসারে এই শাখার ম্যানেজার ছৈয়দ করিম এর বিদায় ও নবাগত ম্যানেজার মঈনুল হাসান সৌরভকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২৮ ফ্রেরুয়ারী) সকাল ১১টার দিকে ব্যাংক চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই সোনালী ব্যাংক শাখার কর্মরত কর্মকর্তা ও এলাকার সচেতন ব্যক্তিরা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেছেন-চাকরির রদবদল নিয়মানুসারে বিদায় দিচ্ছি এই ব্যাংক শাখার দক্ষক,পরিশ্রমী সিনিয়র অফিসার(ক্যাশ) ছৈয়দ করিমকে।তিনি গত ২০২০সালের ৮ফ্রেরুয়ারী শাখা ব্যবস্হাপক হিসাবে যোগদান করেন।তাহার যোগদানের পর থেকে ক্ষতিজনিত শাখাকে লাভজনক শাখায় উন্নতি করেছেন।তাহার এমন দক্ষ,কৌশলী চৌকজ ব্যাংকিং জ্ঞানে,সুষ্ঠ, সুন্দর গ্রাহক সেবার মাধ্যমে প্রতিবছরের টার্গেট অর্জন সহ ব্যাংক শাখার সুনাম বৃদ্ধি করায়,ব্যাংক-কর্তৃপক্ষ থেকে ধন্যবাদপত্র পেয়েছেন।এই ম্যানেজার যেন ডুলাহাজারা-বাসীর কাছে আইকন ব্যাংকারে পরিচিত হয়ে উঠেন।তবু বদলীজনিত কারণে আজ এমন এক দক্ষ অফিসারকে বিদায় দিচ্ছি।সত্যিকারে সোনার বাংলা গড়ার জন্য আর্থিকখাতে এমনই কর্মকর্তার বিরাজমান হোক,সারা বাংলায়।বিধায় আপনি যেখান থাকুন,ভাল আর সুস্হ থাকুন কামনা করি।আপনার স্হলে আসা নবাগত কর্মকর্তা মঈনুল হাসান সৌরভ যেন একই পথের পথিক হয়ে প্রশংসিত হয়ে উঠেন,এই প্রত্যাশা রাখেন বক্তরা।