জিয়া চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রাম মহানগরীর পাঁচটি মামলায় পরোয়ানা রযেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আল আমিন চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৃত মুসলিম আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা এলাকায় চট্টগ্রামের ডবলমুরিং,পাঁচলাইশ ও চকরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর দিকনির্দেশনা অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে থানার উপপরিদর্শক (এস আই) এস এম জামাল উদ্দিন চৌধুরী, এএসআই উত্তম কুমার ভৌমিক, এএসআই মো: মাসুদ রানা, এএসআই মো: মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে
আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং, পাঁচলাইশ ও চকরিয়া থানাসহ ৫টি মামলায় পরোয়ানা জারি করা হয়। এছাড়াও আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।
চকরিয়া থানার অপারেশন অফিসার (উপপরিদর্শক) রাজীব চন্দ্র সরকার বলেন, থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চকরিয়া ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি থানায় একাধিক ডাকাতি মামলায় পরোয়ানা রযেছে। ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।