সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ মেয়র এলায়েন্স ফর হেলদী সিটির চেয়ারম্যান কক্সবাজারে মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পরে বিশ্ব তামাকমুক্ত দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মেয়র মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।