চৌধুরী ইকরাম :
সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে কক্সবাজার নাগরিক ফোরামের উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালী বের হয়। পরে শহরের লালদীঘীর পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে কর্ণেল (অব:) ফোরকান আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, শামসুল হক শারেক, প্রফেসর আনোয়ার, কামরুল আহসান বাবু, ডিএম রুস্তম ও অধ্যাপক আনোয়ারুল হক প্রমূখ
এ ছাড়াও কক্সবাজারের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।