শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

খুটাখালীতে টিউবওয়েল চুরিতে ধরা পড়ে রোহিঙ্গা নুর নাহারের ছেলে ও তার সিন্ডিকেট

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে ৭টি টিউবওয়েল চুরি করেছে রোহিঙ্গা নুর নাহারের ছেলে রায়হান নুর ও তার সিন্ডিকেটের স্হানীয় আরো কয়েকজন লোক।চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন রায়হান নুর।এরপরে প্রকাশ পায় টিউবওয়েল চুরির সিন্ডিকেটে কারা জড়িত।
গত ৯জুন গভীর রাতে খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের গর্জনতলীতে চুরি করা সময় ধরা পড়লে,১০ জুন দিনে ঘটনাটি প্রকাশ পায়।ধামাচাপা দিতে সুবিধাভোগি ২/১জন লোক রোহিঙ্গা নুর নাহারের হয়ে কাজ চালাচ্ছেন।
চুরি হওয়া টিউবওয়েলের ভূক্তভোগি মালিকেরা হলেন,ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ,মাষ্টার আবুল হোসেন,সাবেক মেম্বার আব্দু শুক্কুর,মোঃ কালু(পান ব্যবসায়ী),নুরুল ইসলাম (পান ব্যবসায়ী),ছালামতুল্লাহ’র মেয়ে ও মোঃ বোরহান উদ্দিন।
চোরেরা হলেন,ওই এলাকার মৌচনী ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নুর নাহারের ছেলে রায়হান নুর ও তার সহযোগি নাছির উদ্দিনের ছেলে উসমান।
ভূক্তভোগিরা জানান,দীর্ঘদিন ধরে বৃহত্তর গর্জনতলী এলাকাতে টিউবওয়েল চুরি হচ্ছে।কিন্তু চোর শণাক্ত বা ধরা পড়েনি।গত ৯জুন টিউবওয়েল চুরি করে যাওয়ার সময় রায়হান নুর ও উসমানকে দেখে ফেলেন এক ভূক্তভোগি।তখন তাদেরকে তাড়া করে টিউবওয়েল কাঁদে থাকা রায়হান নুরকে লাঠি দিয়ে আঘাত করলেও,সে টিউবওয়েল ফেলে চলে যায়।পরে ১০জুন সকালে ভূক্তভোগিরা রোহিঙ্গা নুর নাহারের বাড়ীতে গিয়ে তার ছেলের চুরির কথা বলে।অপকটে রোহিঙ্গা নুর নাহার চুরির কথা স্বীকার করেছেন এবং চুরি হওয়া টিউবওয়েল গুলোর জরিমানা দিবেন বলে জানিয়েছেন।তাদের চুরির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা না নিতে অনুরোধ করেছেন।
ভূক্তভোগিরা আরো জানান,চুরিতে ধরা পড়া বিষয়টি ধামাচাপা দিতে স্হানীয় ২/১জন লোক রোহিঙ্গা নুর নাহারের পক্ষে হয়ে আমাদের হাতে পায়ে ধরে আইনগত ব্যবস্হা না নেওয়ার অনুরোধ সহ টিউবওয়েল কিনে দিবেন বলেছেন।
ভূক্তভোগিরা আরো জানান,চোর সিন্ডিকেটেরা আমাদের বাড়ী থেকে ১লোহা রড়,তার সহ আরো অনেক কিছু চুরি করেছেন তারা।

চোর রায়হান নুরের মা রোহিঙ্গা নুর নাহার বলেন,আমার ছেলেকে স্হানীয় কিছু লোকেরা ভূল বুঝিয়ে চুরি করতে নিয়ে গেছেন।তাই চুরি হওয়ার ভূক্তভোগিদের কাছে ক্ষমা চেয়েছি ও তাদের দাবী পূরণ করব বলে প্রতিশ্রুতি দিয়েছি।


আরো বিভিন্ন বিভাগের খবর