কল্লোল দে :
কক্সবাজার সনাতন সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী ২০ জুন। শ্রী শ্রী জগন্নাথ
দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) দিন ব্যাপি অনুষ্ঠান
মালার আয়োজন করেছে। উল্লেখযোগ্য অনুষ্ঠান মালা যথাক্রমে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে
মংঙ্গল আরতি। ৭ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রাজবেশ দর্শন ও গুরু পূজা। সকাল ১০ টায় বিশ^ শান্তি
ও মংঙ্গল কামনার অগ্নিষ্টোম হোম যজ্ঞ। দুপুর ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২টা ৩০
মিনিটে গোলদিঘীর পাড় চত্বরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধক
হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি হলেন জেলা প্রশাসক
মোহাম্মদ শাহীন ইমরান। প্রধান বক্তা পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার পুলিশ
সুপার মাহাফুজুর রহমান। সভাপতিত্ব করবেন কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ
শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। কক্সবাজার ইসকন মন্দিরের মুখপাত্র নীলাম্বর রাম দাস বলেন –
যারা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারে না, এইদিনে ভগবান শ্রী জগন্নাথ ভাই বলরাম ও
বোন শুভদ্রাকে সাথে নিয়ে ভক্তদের কৃপা করার জন্য রাজপথ পরিভ্রমণে বের হন