রুমি শংকর :
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত আরেফা আক্তার (১০) একই এলাকার মোহাম্মদ শাহজাহানের মেয়ে। সে স্থানীয় আব্দুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী॥
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান পাহাড়ের উপরে একটি মাটির দেওয়ালের বসত ঘর নির্মাণ করেছিলেন। পরে তিনি ওই পাহাড় থেকে মাটি কেটে বিক্রি করেন। এতে ঘরটি লাগোয়া পাহাড়ের নিচে বড় একটি গর্তের সৃষ্টি হয়।
“ শনিবার দুপুরে বসত ঘর লাগোয়া ওই গর্তে আরেফা আক্তারসহ আরও কয়েক শিশু খেলছিল। এসময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বসত ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে। এতে আরেফা মাটির দেওয়াল চাপা পড়লেও অন্যরা বেড়িয়ে আসতে সক্ষম হয়। “
ওসি বলেন, “ খবর পেয়ে স্বজনরা আরেফা আক্তারকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।