রুমি শংকর :
টেকনাফ শামলাপুর পুরান পাড়ায় সৌদি প্রবাসী আব্দুস সালামের বাড়ীতে মুরগীর বাচ্চা খাওয়ার সময় বিরল প্রজাতির গুই সাপটি দেখতে পেয়ে ভিসিজি সদস্য কামাল উদ্দীন ও সভাপতি শাজাহান ঘটনাস্হলে পৌঁছে গুইসাপটি ধৃত করিয়া শাপলাপুর বিট কর্মকর্তা জনাব সোহেল রানা এবং শামলাপুর সি পি জি সভাপতি জনাব খাইরুল বশর, সিপিজি সদস্য জাফর মুহাম্মদ উল্লাহসহ উক্ত সাপটি শামলাপুর হোয়াইক্যং ঢালার মন খালীর খালের পাহাড়ী বন ভূমি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য রিজার্ভ এলাকায় অবমুক্ত করেন।