বিশেষ প্রতিবেদক :
সামাজিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের শীর্ষ পর্যায়ের সমর্থক প্রতিষ্ঠান – বেটারস্টোরিজ লিমিটেড – টেকসই প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন, রক্ষণাবেক্ষণ/ পৃষ্টপোষকতা, অর্থসংগ্রহ ও নেতৃত্ব গঠন সংশ্লিষ্ট সমন্বিত সক্ষমতা বিনির্মাকে সামনে রেখে কক্সবাজারের স্থানীয় এনজিও সমূহের সক্ষমতা বৃদ্ধি করাই এই যুগান্তকারী প্রজেক্টের মূল উদ্দেশ্য।
টেকসই প্রজেক্ট হল বেটারস্টোরিজ একটা অন্তর্ভুক্তিমূলক ল্যাব প্রজেক্ট, যা স্থানীয় কর্মীদের যথার্থ মূল্যায়ন সাপেক্ষে মূলধারার সাথে সংযুক্ত করবে। পারস্পরিক সৃজনশীলতা এবং সহযোগিতাকে উৎসাহিত করার মাধ্যমে হিউমেটেরিয়ান ইকোসিস্টেমের সকল অংশীদারত্ব প্রতিষ্ঠানসমূহ এর সদস্যদের পারদর্শী করে গড়ে তোলাই টেকসই প্রজেক্টের মূল লক্ষ্য। বেটারস্টোরিজ স্থানীয় এনজিওগুলোর জন্য অনূকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সহযোগী হিসেবে কাজ করে যাবে।
যেহেতু বাংলাদেশ ২০২৬ সালে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে এবং ২০৪১ সাল শেষে উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্ন পূরণের বিশ্বাসী, সেহেতু কক্সবাজারের স্থানীয় এনজিও, সরকারি বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক এনজিও, গণমাধ্যম, নাগরিক সমাজ সর্বোপরি জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টেকসই প্রজেক্ট সকলের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছে: আসন্ন পরিবর্তনের জন্য আমরা কি আদৌও প্রস্তুত?
দেশের উন্নয়ন লক্ষ্যগুলো সমন্বয় এবং অর্জনে ভূমিকা রাখতে স্থানীয় এনজিওগুলোর যে সমস্ত কর্মদক্ষতা ও সম্পদের প্রয়োজন, টেকসই তাদেরকে সে সমস্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির মডিউলগুলোর মাধ্যমে পারদর্শী করে তুলবে।
‘টেকশই’ প্রকল্পের উদ্বোধনী উপলক্ষে, ২১শে জুন ২০২৩, কক্সবাজারের সিগ্যাল হোটেলে একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ মোঃ নাশিম আহমেদ (অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মোঃ শামসুদ দৌজা (এআরআরআরসি, কক্সবাজার), আবু তাহের (প্রেসক্লাব, কক্সবাজার, স্থানীয় এনজিও প্রতিনিধি), ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিগণ, সমাজসেবীরা এবং উন্নয়ন খাতের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মোঃ নাশিম আহমেদ উনার মূল্যবান বক্তব্য পরিবেশন করেন এবং উনার বক্তব্যে বলেন যে টেকসই কনভেনিং ল্যাব স্থানীয় কম্যুনিটি এবং এনজিও সমূহের জন্যে জ্ঞান বিনিময় এবং হিউম্যানেটেরিয়ান ইকোসিস্টেমের সাথে অ্যারো জড়িত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে ৪৯ টা স্থানীয় এবং আর্ন্তজাতিক এনজিও, বেসরকারী প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।