কল্লোল দে :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ‘হাত-পা বাঁধা অবস্থায়’ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত আশিক এলাহী (২৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত করেছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান ওসি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হয়। রাতে ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
“ সোমবার সকালে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যাক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। “
ওসি বলেন, “ নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করেছে। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। “
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।
ওসি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।