শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

চকরিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘ইউসিবিএল’ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিউজ রুম / ১২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সোমবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়, ঢেমুশিয়া জিন্নাত আলী উচ্চ বিদ্যালয়, উত্তর হারবাং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সড়কের ধারে এক হাজার তাল ও অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শওকত ওসমান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইসলামনগর ০৭নং ওয়ার্ডের মেম্বার মো: ইলিয়াছ সাঈদী, সাকের মোহাম্মদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার তাজউদ্দিন, ইসলামনগর শহীদ হোসাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার আবু তালেব ও ইউসিবিএল চকরিয়া শাখার ব্যবস্থাপক মাহবুব আলী চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানোর পাশাপাশি বৃক্ষ রোপণ করা।
উল্লিখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চর, হাওর, উপকূল, সীমান্তবর্তী এলাকাসহ তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসব মডেল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় এক হাজার করে সারাদেশে অন্তত ৫০ হাজার তাল বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে।
একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট/কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান, কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী(নিরাপত্তা চশমা, কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরণ: খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর