জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশে পড়ে থাকা আরমানুল হক (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছিলেন পুলিশ।এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
সোমবার রাতে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলাতে ১৫/২০জনকে অজ্ঞাত আসামী করা হয়।
নিহত-আরমানুল হক(২৩) চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার জাকারিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়,গত শনিবার বিকালে মানসিকভাবে অসুস্থ আরমানুল হক ঘর থেকে বের হয়ে যাই।পরে তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও,খদিজ পায়নি।তারপর সোমবার সকালে বরইতলী ইউনিয়নের শেখ হাসিনা বানৌজা সড়কের পহরচাঁদা মাদ্রাসার সামনে সড়কের পাশে আরমানের লাশ পাওয়া যায়।
তবে এরপূর্বে রবিবার রাতের যেকোনও সময় ১৫-২০ জন দুর্বৃত্ত আরমানকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে রেখে পালিয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,হত্যার ঘটনায় অজ্ঞাত আসামী দেখিয়ে নিহতের বড়ভাই শহিদ মামলা দায়ের করেন।তাই আসামী শনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।