সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার পৌরসভার হিসাব রক্ষক নাজিম উদ্দিন আর নেই৷ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে রাত ১০টার দিকে মরহুমের কর্মস্থল কক্সবাজার পৌরসভা মিলনায়তনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে মেয়র মুজিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এসময় সহকর্মীর এমন চির প্রয়ানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি মহেশখালীর পুঠিবিলা মহুরের ডেইল এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে সকালে দ্বিতীয় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের কথা রয়েছে।