কল্লোল দে :
বাজারে মাত্র২টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি ও বড় সাইজের লেবু৷ অথচ দুই মাস আগেও লেবুর দাম ছিল আকাশচুম্বী ৷ বড় ও মাঝারি সাইজের এক একটি লেবু বিক্রি হয়েছে ১৫ ও ২০ টাকায়৷ সেই লেবু এখন এক ডজন কিনলে দিতে হচ্ছে ২০ থেকে ২২ টাকা৷ ফলে দুই টাকার ও কম দামে পাওয়া যাচ্ছে এক একটি লেবু৷ শহরের বাজার ঘাটাস্থ বড়বাজার গোলদিঘিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাজার বাহারছড়া বাজার কানাইয়ার বাজার সহর শহরতলীতে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে৷ লেবু বিক্রেতা জানে আলম জানায় বাজারে প্রচুর লেবু ফলের দামের ঊর্ধ্বগতি নেই। খুব কম দামে লেবু বিক্রি করতে হচ্ছে।