শিরোনাম :
পেকুয়ায় গুলি বর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের উপর প্রস্তাব গ্রহণ গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : নিখোঁজ হয়ে মৃত উদ্ধার বিজিবি সদস্য চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু

নিউজ রুম / ৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহীদ দৌলত (পাবলিক লাইব্রেরি) ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
এরপর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
তিনি বলেন, ‘নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে।’
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার দক্ষিন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা সরওয়ার আলম।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আনোয়ার হোসেন সরকার৷
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রাণতোষ চন্দ্র রায়ের সঞ্চালণায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোস, কক্সবাজার সদর রেঞ্জ অফিসার, কক্সবাজার শহর রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সদরসহ বিভিন্ন উপজেলার নার্সারি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক। এছাড়া আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা চলবে।


আরো বিভিন্ন বিভাগের খবর