জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে একরাতে সাজাপ্রাপ্ত সহ ২১জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে অভিযানটি চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ।তিনি বলেন,রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমি সহ কর্মরত অফিসারেরা অভিযানটি পরিচালনা করি।অভিযানে ১১টি জিআর ওয়ারেন্ট,৯টি সিআর ওয়ারেন্ট এবং ১টি জিআর ১ বছরের সাজাপ্রাপ্ত আসাসী সহ ২১জ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার করেছি।গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।