কক্সবাজার বিমানবন্দরে আরও একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল হবে-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নুরুল আলম :
কক্সবাজার বিমানবন্দরের আরও একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল নির্মাণ করার জন্য পরামর্শক নিয়োগ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
এছাড়া সাগরের বুকে সম্প্র্রসারিত রানওয়ের পাশাপাশি নতুন করে আরও একটি রানওয়ে নির্মান করা হবে বলে জাানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, বিমানবন্দরের একটি টার্মিনাল নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন রানওয়ে অর্থাৎ সাগরের ভেতর রানওয়ে বর্ধিতকরণের কাজও ভালোভাবে এগোচ্ছে। আন্তর্জাতিক রুটে পড়েছে কক্সবাজার। পূর্ব ও পশ্চিমের মধ্যে আকাশপথে যোগাযোগ কক্সবাজারের উপর দিয়ে। তাই এখানে যাতে একটা রিফ্যুয়েলিং সেন্টার হয়, সে জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনা এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসারে কাজ এগোচ্ছে।
মন্ত্রী এর আগে কক্সবাজার জেলা প্র্রশাসক কার্যালয়ে ‘কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত’ একটি সভায় অংশগ্র্রহন করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ, বিসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো: মফিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্র কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মানাধীন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর